ভরদুপুরে বেসরকারি ব্যাঙ্কে ডাকাতি (Bank Robbery)! বুধবার দুপুর নাগাদ এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের ছড়িয়েছে ফারাক্কা থানার এনটিপিসি (NTPC) সংলগ্ন এলাকায়। গ্রেফতার তিন দুষ্কৃতী। ঘটনাস্থলে যায় ফারাক্কার এসডিপিও (SDPO) আসিম খানের (Asim Khan) নেতৃত্বে পুলিশ বাহিনী। এদিন, দুপুরে এনটিপিসি সংলগ্ন এলাকায় বেসরকারি ব্যাঙ্কে হঠাৎ কর্মচারীদের চিৎকার শুনতে পান স্থানীয় দোকানদাররা। দেখা যায় চার দুষ্কৃতী বাইক করে পালাচ্ছে। স্থানীয় বাসিন্দারা তাদের ধাওয়া করলে বাইক থেকে একজন পড়ে যায়। পিস্তল উঁচিয়ে ফের পালিয়ে যায় বলে অভিযোগ।
ভরদুপুরে ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। যদিও এখনও পর্যন্ত কত টাকা লুঠ হয়েছে তা জানা যায়নি। তিন দুষ্কৃতীকে ঝাড়খন্ড সীমনা থেকে গ্রেফতার করেছে পুলিশ।






























































































































