বহু প্রতীক্ষিত অনীক দত্তের ছবি ‘অপরাজিত’র পোস্টার প্রকাশিত হল

0
5

বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এলো অনীক দত্ত (  Anik Dutta) পরিচালিত ‘অপরাজিত ‘ (Aparajito) ছবির পোস্টার(poster)। গত মার্চ মাসে অপরাজিত ছবিতে সত্যজিৎ রায়ের লুকে অভিনেতা জিতু কমলকে ( Jeetu Kamal) দেখে চমকে গিয়েছিলেন সবাই। নেটিজেনদের মধ্যে সাড়া ফেলে দিয়েছিলো ‘অপরাজিত’র’ প্রথম লুক। এবার সেই ছবির পোস্টার প্রকাশ্যে এলো।

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পথের পাঁচালী’ অবলম্বনে অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায়ের ছবি ‘পথের পাঁচালী’ ১৯৫৫ সালে মুক্তি পায়।১১ টি আন্তর্জাতিক পুরস্কারে লাভ করে এই ছবি।পথের পাঁচালী, অপরাজিত (১৯৫৬) অপুর সংসার( ১৯৫৯) এই তিনটি মিলিয়ে  অপু ত্রয়ী নামে পরিচিত যা পরিচালক সত্যজিৎ রায়ের জীবনের শ্রেষ্ঠ কর্ম হিসেবে বহু স্বীকৃতি পেয়েছে। কীভাবে তৈরি হয়েছিল এই ছবি,  কী ছিল তাঁর নেপথ্যের কাহিনী, ছবির পরিচালক সত্যজিৎ রায় কীভাবে করেছিলেন পুরো শুটিং, স্ত্রী বিজয়া রায়কে কীভাবে পাশে পেয়েছিলেন এই ছবি করতে গিয়ে। সেইসব মূল্যবান তথ্য , অজানা কাহিনী তুলে ধরবেন অনীক দত্ত তাঁর ‘অপরাজিত’ ছবিতে। সত্যজিৎ রায়ের জন্ম শতবর্ষের শ্রদ্ধার্ঘ্য হিসেবে অনীক দত্তের এই প্রয়াস।

আরও পড়ুন:শেষবেলায় বালিগঞ্জে বিজেপির বিরুদ্ধে ভুয়ো ভোটের অভিযোগ তৃণমূলের

ছবিতে সত্যজিৎ রায়ের ভূমিকায় অভিনেতা জিতু কমল। গত ডিসেম্বরে শেষ হয়েছে ছবির শুটিং। পোস্টার প্রকাশ্যে আসার আগে একটি বিশেষ ঝলক প্রকাশ্যে এসছিল। তাতে দেখা গেছে সাদা কালো ফ্রেম, কাশবন , রেলগাড়ি। পথের পাঁচালীর এই দশ সেকেন্ডের ঝলক দেখে নস্টালজিক হলো বাঙালি।