শ্রী সিমেন্টের (Sree Cement) সঙ্গে পাকাপাকি সম্পর্ক ছেদ ইস্টবেঙ্গলের (East Bengal)। মঙ্গলবার লাল-হলুদ ক্লাবকে স্পোর্টিং রাইটস ফেরাল শ্রী সিমেন্ট। অবশেষে জল্পনার অবসান। ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে যাবতীয় সম্পর্কের বিচ্ছেদ ঘটাল শ্রী সিমেন্ট।

গত দু’মরশুম লাল-হলুদের বিনিয়োগকারী হিসেবে যুক্ত ছিল শ্রী সিমেন্ট। কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত হওয়ার সময় থেকেই নানা বিষয়ে ক্লাব কর্তৃপক্ষের সঙ্ঘাত শুরু হয় বিনিয়োগকারী সংস্থার। যার ফলে গত বছরই সরে যেতে চেয়েছিল শ্রী সিমেন্ট। তবে শেষ মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে তারা থেকে যায়। কিন্তু এবার আর যে তারা থাকবেন না তা আন্দাজ করা যাচ্ছিল। বিদায় নিশ্চিত ছিল তাদের। আর মঙ্গলবার সেই বিষয়ে শীলমোহড় পড়ল।
এদিকে ইতিমধ্যেই নতুন ইনভেস্টোর খোঁজার কাজ শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল কর্তৃপক্ষও। একাধিক সংস্থার সঙ্গে ক্লাবের কথাবার্তা চলছে বলে খবর। যার মধ্যে অন্যতম রয়েছে বাংলাদেশের বসুন্ধরা গ্রুপও। বসুন্ধরার কর্তারারা ইতিমধ্যে ইস্টবেঙ্গল ক্লাবে এসেছিলেন। এরপর ইস্টবেঙ্গলের তরফ থেকে একটি প্রতিনিধি দলও বাংলাদেশে গিয়েছিল বসুন্ধরার আমন্ত্রণে।
আরও পড়ুন:Hardik Pandya: ম্যাচ হারলেও হায়দারাবাদের বিরুদ্ধে খেলতে নেমে রেকর্ড গড়েন হার্দিক












































































































































