সোমবার রাতে অনন্য নজির গড়ল মুম্বই সিটি এফসি (Mumbai City fc)। প্রথম ভারতীয় দল হিসাবে এএফসি কাপের ( AFC Cup) চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ জিতল তারা। সোমবার রাতে সৌদি আরবের রিয়াধে কিং ফাহদ স্টেডিয়ামে ইরাকের এয়ার ফোর্স ক্লাবের বিরুদ্ধে পিছিয়ে থেকেও ২-১ গোলে জিতল মুম্বই সিটি এফসি। মুম্বইয়ের হয়ে গোল দুটি করেন দিয়েগো এবং রাহুল ভেকে। এই জয়ের ফলে দুই ম্যাচে তিন পয়েন্ট পেয়ে ‘বি’ গ্রুপের দ্বিতীয় স্থানে উঠে এল তারা। ১৪ এপ্রিল তাদের পরের ম্যাচ সংযুক্ত আরব আমিরশাহির আল জাজিরা এফএসসি-র বিরুদ্ধে।
ম্যাচে এদিন প্রথম থেকেই আক্রমণ প্রতি আক্রমণের লড়াই চললেও, প্রথমার্ধে গোলের দরজা খুলতে ব্যর্থ হয় দু’দল। ম্যাচের দ্বিতীয়ার্ধেও চলে আক্রমণের লড়াই। যার ফলে ম্যাচের ৫৯ মিনিটে গোল করে এয়ার ফোর্স ক্লাবকে এগিয়ে দেন হামাদি আহমেদ। তবে এই ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ম্যাচের ৭০ মিনিটে পেনাল্টি পায় মুম্বই। সেই সুযোগকে কাজে লাগাতে একেবারেই ভুল করেননি দিয়েগো। পেনাল্টি থেকে গোল করে মুম্বাইয়ের হয়ে সমতা ফেরান তিনি। এরঠিক পাঁচ মিনিটে মধ্যেই দুরন্ত হেডে গোল করে মুম্বইকে ২-১ এগিয়ে দেন রাহুল ভেকে।
আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস