নদিয়ার হাঁসখালি ধর্ষণকাণ্ডে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আগামী ২মের মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় আদালতের নজরদারিতে এই মামলার তদন্ত হবে। এছাড়াও রাজ্য পুলিশকে তদন্তের যাবতীয় নথিপত্র সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে বলেও নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ।
আরও পড়ুন:হাইকোর্টে বার অ্যাসসিয়েশনের বৈঠকে হাতাহাতিতে জড়ালেন আইনজীবীরা!
মঙ্গলবারই কলকাতা হাইকোর্টে ওই মামলার কেস ডায়েরি জমা দেয় রাজ্য পুলিশ। এদিন দুপুর ২টোর মধ্যে এই মামলার কেস ডায়েরি তলব করেছিলেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব।সেইমতো তা হাইকোর্টে জমা দেয় রাজ্য পুলিশ। যদিও এর আগে হাঁসখালিকাণ্ডের সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে একটি মামলা করা হয়। মঙ্গলবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে এর শুনানি হয়। তাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সব রকম সাহায্য করতে নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আদালতের পর্যবেক্ষণ, তদন্তের স্বচ্ছতা এবং নির্যাতিতার পরিবার এবং রাজ্যবাসীর বিশ্বাস অক্ষুণ্ণ রাখতে এই তদন্ত সিবিআইকে দেওয়া উচিত।তাই ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিল হাইকোর্ট।