হাঁসখালি ধর্ষণকাণ্ডে গ্রেফতার আরও ১

0
1

হাঁসখালি ধর্ষণকাণ্ডে আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার প্রভাকর পোদ্দার নামে এক যুবককে গ্রেফতার করা হয়। ঘটনার মূল অভিযুক্ত সোহেলকে জিজ্ঞাসাবাদ করে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন:রাজ্যের চার ধর্ষণ মামলায় দময়ন্তী সেনের নজরদারিতে তদন্তের নির্দেশ হাইকোর্টের

প্রসঙ্গত, গত সোমবার নদিয়ার হাঁসখালি থানার শ্যামনগরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে। অভিযোগ, পঞ্চয়েত সদস্যের ছেলে সোহেল গয়ালীর জন্মদিনের পার্টিতে গিয়েছিল ওই নাবালিকা। সোহেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তার।কিন্তু সোহেলের জন্মদিনে ধর্ষণ করা হয় ওই নাবালিকাকে । এক মহিলা আত্মীয়ার সাহায্যে বাড়ি ফেরে নাবালিকা।তীব্র যন্ত্রণা ও অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ওই নাবালিকার মৃত্যু হয়। এরপর প্রমাণ লোপাটেরও অভিযোগ ওঠে সোহেলের বিরুদ্ধে।


নাবালিকার পরিবারের তরফ থেকে হাঁসখালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সোহেলকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে আদালতে তোলা হলে ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় হাইকোর্ট।মঙ্গলবার তাঁকে রানাঘাট মহাকুমা আদালতে তোলা হবে।