করোনা(Corona) নিয়ে উদ্বেগ কমছে অনেকটাই। সপ্তাহের শুরু থেকেই করোনা গ্রাফ নিম্নমুখী। হাজারের নিচে নেমেছে দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Central Health Ministry) তথ্য ও পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা (Corona) আক্রান্ত হয়েছেন ৭৯৬ জন। সোমবারের তুলনায় যা বেশ খানিকটা কম।


করোনা (Corona) নিয়ে ইউরোপের দেশগুলি তে যতই উদ্বেগ আর আশঙ্কা বাড়ুক , দেশ বেশ কিছুটা হলেও স্বস্তিতে। রবিবার থেকেই করোনা গ্রাফের (Corona Graph) পতন, কমছে পজিটিভি রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন ৯৪৬ জন। করোনা ভাইরাসের চতুর্থ ঢেউ আসার আগে দেশের পরিস্থিতি এই মুহূর্তে যথেষ্ট সন্তোষজনক। যদিও সামান্য চিন্তা থাকছে মৃত্যু হার নিয়ে। তবে আগের থেকে তা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলেই স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর।গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৯ জনের। সোমবারের তুলনায় এই সংখ্যাটা কিছুটা বাড়ায় চিন্তার ভাঁজ চিকিৎসক ও বিশেষজ্ঞদের কপালে। সারা দেশে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১০ হাজার ৮৮৯ ।

পাশাপাশি জোরকদমে চলছে টিকাকরণ (Vaccination), এখনও পর্যন্ত ১৮৫ কোটি ৯০ লক্ষ ৬৮ হাজার ৬১৬টি করোনা ডোজ দেওয়া হয়েছে। বুস্টার ডোজ দেওয়ার কাজও চলছে সমান তালে। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতের করোনা(Corona)পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। তবে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশিকা রয়েছে এখনও।







































































































































