সকাল থেকে শান্তির পরিবেশ থাকলেও আসানসোলে বেলা বাড়তেই বাড়ছে উত্তেজনা। এদিন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলকে ঘিরে বিক্ষোভ দেখায় ভোটাররা। বারাবনির ১৭৫ নম্বর বুথে প্রথমে বচসায় জড়ান অগ্নিমিত্রা। আঙুল উঁচিয়ে ভোটারদের সঙ্গে বচসায় জড়ান তিনি। এরপরই উত্তেজিত জনতা অগ্নিমিত্রা পলের গাড়ির দিকে তেড়ে যান। বুথে রিগিং-য়ের অভিযোগ তোলেন তিনি। যদিও রিগিংয়ের অভিযোগ নাকচ করে কমিশন। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে জনতার অভিযোগ,”ঝামেলা করার জন্য বুথে এসেছেন বিজেপি প্রার্থী।”
আরও পড়ুন:নিরাপত্তারক্ষী নিয়ে বুথে অগ্নিমিত্রা পল, নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের
তৃণমূলের বক্তব্য, ২০টি গাড়ির কনভয় নিয়ে ঘুরছেন অগ্নিমিত্রা। তাঁর সঙ্গে একজন সমাজবিরোধীও রয়েছেন। এইভাবে অগ্নিমিত্রা ভোটারদের প্রভাবিত করতে পারেন বলে অভিযোগ তৃণমূলের। ঘটনাটি রিটার্নিং অফিসারকে জানানো হয়েছে।
অগ্নিমিত্রা পলের নিরাপত্তারক্ষীর অভিযোগ, প্রার্থীর গাড়িতে লাঠি, ঢিল মারা হয় । তৃণমূলের পাল্টা অভিযোগ, অগ্নিমিত্রা পলের নিরাপত্তারক্ষীরা দলের কর্মীদের উপর হামলা চালায়।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.