Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

0
2

১) সোমবার আইপিএলে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৮ উইকেটে জিতল সানরাইজার্স হায়দরাবাদ। হায়দরাবাদের হয়ে দুরন্ত ব‍্যাটিং করে ম‍্যাচের সেরা কেন উইলিয়ামসন।

২) আসন্ন সন্তোষ ট্রফির জন‍্য দল ঘোষণা করল বাংলা। দলের অধিনায়ক হয়েছেন মনোতোষ চাকলাদার। কোচ রঞ্জন ভট্টাচার্য। আগামী ১৬ এপ্রিল সন্তোষ ট্রফির অভিযান শুরু করতে চলেছে বাংলা। প্রতিপক্ষ পাঞ্জাব।

৩) রবিবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে রবিচন্দ্রন অশ্বিনের রিটায়ার্ড আউট নিয়ে এবার আসরে নামল রাজস্থান রয়‍্যালস। কেন হঠাৎ অশ্বিনকে তুলে নেওয়া হল, তা নিয়ে সোমবার দলের পক্ষ থেকে তার ব্যাখ্যা দিলেন কোচ কুমার সাঙ্গাকারা এবং অধিনায়ক সঞ্জু স্যামসন।

৪) মঙ্গলবার এএফসি কাপের ম্যাচে শ্রীলঙ্কার ব্লু স্টার এফসি-র বিরুদ্ধে খেলতে নামছে এটিকে মোহনবাগান। আর তার দুঃশ্চিন্তা বাগান শিবিরে। মঙ্গলবারের ম‍্যাচে নেই সবুজ মেরুনের গোল মেশিন রয় কৃষ্ণা। সূত্রের খবর, পারিবারিক কারণে বাড়ি ফিরেছেন তিনি।

৫) বার্সেলোনায় কি যোগ দিতে চলেছেন রবার্ট লেয়নডস্কি। পোল্যান্ডের এক সংবাদপত্রের দাবি বার্সার সঙ্গে তিন বছরের চুক্তি প্রায় পাকা বায়ার্ন মিউনিখের এই তারকা ফুটবলারের। গ্রীষ্মকালীন দলবদলের সময়ে জার্মানি ছেড়ে স্পেনের ক্লাবে যোগ দিতে চলেছেন তিনি।

আরও পড়ুন:Horoscope: কেমন যাবে আজকের দিন