স্থানীয়দের পাশে বারাকপুরের কাউন্সিলর, মোবাইল অ্যাপে সমাধান

0
2

টেকনোলজির (Technology) দৌলতে সবকিছুই এখন হাতের মুঠোয়। এমনকী, জন প্রতিনিধিরাও স্থানীয়দের পাশে থাকছেন স্মার্ট ফোনের মাধ্যমে। কেউ অভিযোগ শুনতে করেছেন হোয়াটস অ্যাপ গ্রুপ, কেউ আবার লঞ্চ করেছেন মোবাইল অ্যাপ ‘হাতের মুঠোয় কাউন্সিলর’। বারাকপুরের (Barrackpore) ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর (Jaydeep Das) দ্রুত পরিষেবা দিতে এইভাবেই কাজে লাগাচ্ছে স্মার্ট ফোনকে।

বারাকপুরের ৭ নম্বর তৃণমূল কংগ্রেসের পুর প্রতিনিধি জয়দীপ দাস (Jaydeep Das) এলাকার সাধারণ মানুষের সুবিধার্থে অ্যাপ চালু করতে চলেছেন। স্থানীয়দের পরিষেবা দিতে নয়া টেকনোলজি আনলেন বারাকপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়দীপ দাসের উদ্যোগে এই প্রথম বারাকপুরের কোনও ওয়ার্ডে চালু হল মোবাইল অ্যাপ পরিষেবা। যার নাম ‘হাতের মুঠোয় কাউন্সিলর’। এই অ্যাপের মাধ্যমে এবার ৭ নম্বর ওয়ার্ডের মানুষজন তাঁদের সুবিধা-অসুবিধার কথা কাউন্সিলর জয়দীপ দাসকে জানাতে পারবেন ঘরে বসেই।

আরও পড়ুন: বাবুলের জয় সময়ের অপেক্ষা, বালিগঞ্জে ভোট দিয়ে বললেন দেবাশিস কন্যা দেবলীনা

তাছাড়া এই অ্যাপের মাধ্যমে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত উন্নয়নমূলক প্রকল্পের বিবরণও পাওয়া যাবে এবং ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তীর বিভিন্ন উন্নয়নমূলক কাজের সঙ্গে যুক্ত থাকতে পারবেন।