নিরাপত্তারক্ষী নিয়ে বুথে অগ্নিমিত্রা পল, নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের

0
1

নিরাপত্তারক্ষীকে নিয়ে বুথে বুথে ঘুরছেন আসানসোলের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। পুলিশকে হুমকিই নয়, রীতিমত চোখরাঙাচ্ছেন তিনি। এমনকী ভোটারদের সঙ্গেও বচসায় জড়িয়ে পড়েন অগ্নিমিত্রা। তবে যেখানেই যাচ্ছেন সেখানেই নিরাপত্তারক্ষীদের সঙ্গে নিয়েই বুথের ভেতরে ঢুকেছেন। আর এই অভিযোগ নিয়েই নির্বাচন কমিশনে নালিশ জানাল তৃণমূল। গোটা ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। নিরাপত্তারক্ষীকে নিয়ে বুথে ঢুকতে পারবেন না বিজেপি প্রার্থী বলেই জানিয়েছে কমিশন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নির্বাচন কমিশন।


আরও পড়ুন:Train Accident: মর্মান্তিক দুর্ঘটনা! ট্রেনের ধাক্কায় মৃত পাঁচ যাত্রী, জখম বহু


এদিন সকালে ভোট দিয়েই বুথে বুথে ঘুরতে থাকেন আসানসোলের বিজেপি প্রার্থী। শান্তির পরিবেশ থাকলেও চড়া সুরে তিনি সংবাদমাধ্যমের সামনে বলেন, “চুপ করে বসে থাকব না। মারের বদলা পালটা মার হবে।”  এমনকি বুথের ভেতরে থাকা পুলিশকে রীতিমত ধমক দেন তিনি। অগ্নিমিত্রার অভিযোগ বুথে রাজ্য পুলিশ রয়েছে। সবমিলিয়ে সকাল থেকেই চড়া মেজাজে অগ্নিমিত্রা পল।