প্রয়াত ‘টু স্টেট ‘খ্যাত বলিউড অভিনেতা-চিত্রনাট্যকার শিব কুমার সুব্রহ্মণ্যম। রবিবার গভীর রাতে আচমকাই মৃত্যু হয় তাঁর। সোমবার সকালে তাঁর মৃত্যুর খবর ট্যুইট করে জানান প্রযোজক অশোক পণ্ডিত । তবে তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া বিনোদন জগতে।
আরও পড়ুন:Visva Bharati University: ফের শিরোনামে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, গ্রেফতার অধ্যাপক
অভিনেতা-চিত্রনাট্যকার হিসেবে বলিউডে কেরিয়ার শুরু করেন শিব কুমার সুব্রহ্মণ্যম।এরপর তিন দশক ধরে বলিউডের একাধিক ছবি ছাড়াও টেলিভিশন দুনিয়ায় কাজ করেন তিনি। ১৯৮৯ সালে মুক্তি পাওয়া ‘পরিন্দা’ সিনেমার চিত্রনাট্য তিনিই লিখেছিলেন। ছবিতে অভিনয় করেছিলেন ফ্রান্সিসের ভূমিকায়। তারপর ‘প্রহার’, ‘১৯৪২: লাভ স্টোরি’, ‘বম্বে বয়েজ’, ‘কামিনে’, ‘স্ট্যানলি কা ডাব্বা’র মতো সিনেমায় অভিনয় করেছেন। ‘চামেলি’, ‘তিন পাত্তি’র মতো সিনেমার চিত্রনাট্য লিখেছেন। ‘টু স্টেট’ সিনেমায় আলিয়া ভাটের বাবার চরিত্রে অভিনয় করেছিলেন শিব সুব্রহ্মণ্যম। শেষ নেটফ্লিক্স অরিজিনাল সিনেমা ‘মীনাক্ষী সুন্দরেশ্বর’ সিনেমায় দেখা গিয়েছিল তাঁকে।
জানা গেছে, সোমবারই মুম্বইয়ের মোক্ষধাম হিন্দু শ্মশানে অভিনেতার শেষকৃত্য সম্পন্ন করা হবে। শিব কুমার সুব্রহ্মণ্যমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অভিনেতা আয়েশা রাজা। তিনি লেখেন, ‘আর কী বলব আমার বন্ধু…শান্তিতে ঘুমিও, সব যন্ত্রণা থেকে মুক্তি পেলে’।অন্যদিকে পরিচালক বীণা সারওয়ার লেখেন, ‘এই খবরটাও শুনতে হল। খুবই যন্ত্রণাদায়ক’।
প্রসঙ্গত,দু-মাস আগেই নিজের একমাত্র সন্তান দিব্যাকে হারান শিব কুমার সুব্রহ্মণ্যম। ১৬ বছরের জন্মদিনের দু-সপ্তাহ আগে ব্রেন টিউমারে মৃত্যু হয় দিব্যা। সেই শোকেবিহ্বল ছিলেন অভিনেতা। রবিবার রাতে তিনি চলে গেলেন না ফেরার দেশে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.