Sanju Samson: লখনউয়ের বিরুদ্ধে জিতে বোলারদের প্রশংসায় সঞ্জু

0
2

রবিবার রাতে লখনউ সুপার জায়ান্টসের ( LSG) বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় পেয়েছে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। কে এল রাহুলদের ( K L Rahul) তিন রানে হারিয়েছে সঞ্জু স‍্যামসনের ( Sanju Samson) দল। এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন রাজস্থানের বোলার যুজবেন্দ্র চ‍্যাহাল, ট্রেন্ট বোল্ট, কুলদীপ সেনরা। তাই লখনউয়ের বিরুদ্ধে জয়ের পর দলের বোলারদের প্রশংসায় মাতলেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স‍্যামসন।

সাংবাদিক সম্মেলনে সঞ্জু বলেন,” চ‍্যাহাল এমন একজন বোলার যাকে এক থেকে ২০, যে কোনও ওভারে বল দেওয়া যায়। সাম্প্রতিক সময়ে ভারতের সবচেয়ে ভাল লেগস্পিনার ওই। ম্যাচ জেতাতে ওর জুড়ি নেই। অশ্বিনের চার ওভারও গুরুত্বপূর্ণ ছিল। তাই চ‍্যাহালকে শেষের দিকের ওভারের জন্য রেখে দিয়েছিলাম।”

এরপাশাপাশি কুলদীপেল প্রশংসায় সঞ্জু বলেন,” প্রথম তিনটে ওভারে ও ভাল বোলিং করেছিল। তাই ওকেই শেষ ওভারটা দেওয়ার কথা ভেবেছিলাম। উইকেট থেকে কিছুটা দূরে নিখুঁত ইয়র্কার দেওয়ার ক্ষমতা রয়েছে ওর। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ওকে দেখার পরেই রাজস্থান নিলামে কেনে। ও যে বিশেষ প্রতিভা এটা বলাই যায়। খুব শীঘ্রই ভারতের হয়ে খেলবে।”

আরও পড়ুন: Ramiz Raza: প্রধানমন্ত্রীর পদে নেই বন্ধু ইমরান, পিসিবির প্রধানের পদ থেকে ইস্তফা দিতে পারেন রামিজ রাজা : সূত্র