হাঁসখালি : জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে

0
1

হাঁসখালি ধর্ষণকাণ্ডে এবার জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে। জনস্বার্থ মামলাটি দায়ের করেছেন আইনজীবী সুস্মিতা সাহা দত্ত।সেই সঙ্গে মামলাটির দ্রুত শুনানির জন্যও আর্জি জানানো হয়েছে। আদালত সূত্রে জানা গিয়েছে আগামিকাল অর্থাৎ মঙ্গলবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে শুনানির সম্ভাবনা রয়েছে।

নদিয়ার হাঁসখালির গাজনা পঞ্চায়েত এলাকায় প্রেমিকের জন্মদিনের পার্টিতে ডেকে নিয়ে গিয়ে এক নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শারীরিক নির্যাতনের পর অতিরিক্ত রক্তপাতের কারণে নাবালিকার মৃত্যু হয় । তারপর নাবালিকার দেহ জোর করে তুলে নিয়ে গিয়ে দাহ করা হয় বলেও অভিযোগ। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে । মূল অভিযুক্ত সন্দেহে নাবালিকার প্রেমিককে গ্রেফতার করেছে।