অনেক সংবাদ মাধ্যম ‘মিডিয়া ট্র্যায়াল’ করছে: তীব্র ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর

0
1

প্রতিযোগিতায় নেমে অনেক সংবাদ মাধ্যম মিডিয়া ট্রায়াল করছে। ঘটনা ভালো করে জানার আগেই, নিজেদের মতো খবর করছে। সোমবার, বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণের উদ্বোধনে মিডিয়ার একাংশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতার অভিযোগ, বাংলার ভাবমূর্তি নষ্ট করছে কিছু সংবাদ মাধ্যম। এই প্রবণতা জীবন দিয়ে রক্ষা করব- মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। কোথায় একটা চকোলেট বোমা ফাটলে, আরশোলা দেখা গেলে- সেটা নিয়ে সারাদিন খবর হচ্ছে বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। “কিছু হলেই তৃণমূল তৃণমূল বলে বেড়াচ্ছেন, রাজ্য জুড়ে সবাই তৃণমূল”- মন্তব্য মমতার।

মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, কেন বাংলার উন্নয়ন নিয়ে কথা বলে না কিছু মিডিয়া? “যে কোনও ঘটনা ঘটলেই সন্ধেবেলা আলোচনায় বসবে। ম্যাটারটা যদি বিচারাধীন হয় উত্তর দেবে কী করে? আইন ভাঙছেন“- অভিযোগ মুখ্যমন্ত্রীর।

আরও পড়ুন:হাঁসখালি : প্রকৃত ঘটনা জানতে জেলা সভাপতিকে ফোন করে রিপোর্ট তলব পার্থর

এক একটা ঘটনা জানতে অনেক সময় লাগে। কিন্তু তা না জেনেই ‘টিআরপি’ বাড়ানোর জন্য কয়েকটি সংবাদ মাধ্যম মিডিয়া ট্রায়াল করছে। এবিষয়ে আনন্দবাজার প্রসিদ্ধ বলে কটাক্ষ করেন মমতা। তিনি বলেন, ”সিবিআই ভিতরে জেরা করছে। আর বাইরে মিডিয়া সিবিআই সূত্রে বলে নিজেদেরর মতো খবর দেখাচ্ছে। সূত্র কি কানে কানে বলে? এভাবে সূত্রে বলতে পারো না। বাংলায় সহ্য করি বলে ভাববেন না সব সহ্য করব।“

একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, কিছু সংবাদ মাধ্যম ভালো কাজ করছে। সাংবাদিকরা খাটছেন। তাঁদের প্রশংসা করেন মমতা।