কেশপুরে ১টি খুনের মামলায় ১২১জনকে তলব সিবিআইয়ের, রাজনৈতিক প্রতিহিংসা বলছে তৃণমূল

0
1

গতবছরের সেপ্টেম্বর সুশীল ধাড়া নামে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে এক ব্যক্তির খুনের ঘটনায় ১২১জন তৃণমূল নেতাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI. সেই সময় বাঁশ দিয়ে পিটিয়ে তাঁকে খুনের অভিযোগ উঠেছিল। সেই ঘটনাকে ভোট-পরবর্তী হিংসা মামলার সঙ্গে যুক্ত করে তদন্ত শুরু করেছে CBI.

ইতিমধ্যেই খড়্গপুরের ডিআরএম অফিসে CBI-এর অস্থায়ী দফতরে তৃণমূল নেতাকর্মীদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। যা নিযে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। স্বাভাবিকভাবেই তৃণমূলের তরফে বিষয়টিকে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করা হয়েছে। পঞ্চায়েত ভোটের আগে CBI-কে ব্যবহার করে বিজেপি প্রতিহিংসার রাজনীতি করছে বলে অভিযোগ উঠছে শাসক দলের পক্ষে। তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক মহম্মদ রফিক ফোনে পুরো ঘটনা বিস্তারিতভাবে জানিয়েছেন দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে।

আরও পড়ুন:বাংলায় আরও বিনিয়োগ, গর্ব করুন: অত্যাধুনিক বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণ উদ্বোধনে বার্তা মুখ্যমন্ত্রীর

জানা গিয়েছে, যে ১২১ জনকে অভিযুক্ত করা হয়েছে, তাঁদের মধ্যে জেলা তৃণমূল সাধারণ সম্পাদক ছাড়াও রয়েছেন ব্লক সভাপতি উত্তম ত্রিপাঠী, প্রাক্তন সভাপতি সঞ্জয় পান, কেশপুরের ব্লক, অঞ্চল এবং বুথের বিভিন্ন তৃণমূল নেতারা।

কুণাল ঘোষের অভিযোগ, ”সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য বিজেপি CBI-কে ব্যবহার করছে। ওই ব্যক্তির মৃত্যুর সঙ্গে কোনও রাজনৈতিক যোগ নেই।”