সব পুরসভাতেই তৃণমূলের (TMC) জয়জয়কার l হুগলির (Hoogli) ১২টি পুরসভার সবকটিতেই পুরপ্রধান, উপপুরপ্রধান নির্বাচিত হয়েছেন তৃণমূলের প্রতিনিধিরা l নবনির্বাচিত সেই পুরপ্রধান ও উপপুরপ্রধানদের সম্বর্ধিত করল কোন্নগরের (Konnagar) কানাইপুর গ্রাম পঞ্চায়েতl কানাইপুরের হাই স্কুল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে নবনির্বাচিতদের ফুল, মিষ্টি, স্মারক দিয়ে স্বাগত জানান পঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদব (Acchelal Yadav), উপপ্রধান কণিকা সহ বিশিষ্টরাl
অনুষ্ঠানে নবনির্বাচিত পুরপ্রধান ও উপপুরপ্রধান ছাড়াও সম্বর্ধনা দেওয়া হয় জাঙ্গিপাড়া বিধানসভার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী, চাঁপদানির বিধায়ক অরিন্দম গুইন এবং চন্দননগর পুরনিগমের মেয়র ও ডেপুটি মেয়রকেl কানাইপুর গ্রাম পঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদব জানান, বিধানসভা নির্বাচনের আগে থেকে বিজেপি যেভাবে কুৎসা রুটিয়েছে, তার যোগ্য জবাব দিয়েছেন মানুষl তাই কুৎসাকে প্রতিরোধ করে জয়ী প্রধানদের সম্বর্ধনা দেওয়া হলl আগামী পঞ্চায়েত নির্বাচনেও তৃণমূল ভালো ফল করবে বলে আশাবাদী আচ্ছেলাল যাদবl
আরও পড়ুন- ৪ পূর্বসূরীর পথেই সীতারাম, দেখে নেওয়া যাক CPIM-এর সাধারণ সম্পাদকদের ইতিহাস