হাঁসখালির ঘটনায় রাজনৈতিক রং না দেখেই পদক্ষেপ করা হয়েছে। এ রাজ্যে অন্যায়কে প্রশ্রয় দেওয়া হয় না। সোমবার, বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণের উদ্বোধনে গিয়ে এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, হাঁসখালির (Hanskhali) ঘটনা খারাপ। অভিযোগ দায়ের হওয়ার পরেই গ্রেফতার হয়েছে। কোনও রাজনৈতিক রং দেখা হয়নি। তবে, ৫ তারিখ ঘটনা ঘটার পরে ১০ তারিখ অভিযোগ দায়ের হয়েছে। কেন তখনই অভিযোগ দায়ের হল না কেন? প্রশ্ন তোলেন মমতা। তিনি অভিযোগ করেন, ময়নাতদন্ত না করেই দেহ দাহ হয়েছে। এর পিছনে কী কারণ খতিয়ে দেখা হচ্ছে।

মমতা বলেন, ছেলেটির সঙ্গে মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল। বাড়ির লোক, পাড়ার লোক সবাই সেটা স্বীকার করেছেন। ‘মেয়েটার নাকি লাভ অ্যাফেয়ার্স ছিল শুনেছি। রেপ বলবেন না কি প্রেগনেন্ট বলবেন না কি লাভ অ্যাফেয়ার্স বলবেন! আমি পুলিশকে বলেছি, ঘটনাটি কী খতিয়ে দেখতে। গ্রেফতার হয়েছে।’’ কাউকে কিছু না জানিয়ে নির্যাতিতার দেহ পুড়িয়ে দেওয়া হয়েছে। এখন কী ভাবে এর তদন্ত করবে পুলিশ! প্রশ্ন তোলেন মমতা। তিনি বলেন, অত্যন্ত দুঃখজনক ঘটনা। পরিবারের প্রতি সমবেদনা জানাই। একটি বাচ্চা মেয়েকে নিয়ে কেন টানাটানি হচ্ছে! ঘটনায় নিরপেক্ষ তদন্ত হবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।











































































































































