Ramiz Raza: প্রধানমন্ত্রীর পদে নেই বন্ধু ইমরান, পিসিবির প্রধানের পদ থেকে ইস্তফা দিতে পারেন রামিজ রাজা : সূত্র

0
1

পাকিস্তানের ক্রিকেট বোর্ডের (PCB) প্রধানের পদ থেকে ইস্তফা দিতে পারেন রামিজ রাজা (Ramiz Raza)। সূত্রের খবর, ইমরান খানকে ( Imran Khan) সরিয়ে দেওয়ার কারনেই নাকি পিসিবির পদ থেকে সরে যেতেন পারেন রামিজ রাজা। অনাস্থা ভোটে হেরে যাওয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ইমরান খানকে। আর তারপরই জল্পনা শুরু হয় পিসিবির প্রধানের পদ থেকে ইস্তফা দিতে পারেন রামিজ রাজা।

ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পরই পাকিস্তান ক্রিকেটে বোর্ডের প্রধান করা হয়েছিল রামিজ রাজাকে। কিন্তু ইমরান খান না থাকায়, মনে করা হচ্ছে রামিজের গদিও নাকি টলোমলো করছে। এই নিয়ে এক সূত্র বলেন, “ইমরানের ইচ্ছেতেই রামিজ বোর্ড প্রধান হয়েছিল। ইমরানের অধীনে যাঁরাই খেলেছে তাঁরা প্রত্যেকেই ওঁকে শ্রদ্ধা করে। ধারাভাষ্যকার, টিভি বিশেষজ্ঞ হিসেবে রামিজ যথেষ্ট ভাল জীবন কাটাচ্ছিল। কিন্তু ইমরান বলায় ও সব ছেড়ে বোর্ডের দায়িত্ব নেয়। রামিজ নিজেও আগে বলেছে যে ইমরান প্রধানমন্ত্রী থাকা পর্যন্তই ও বোর্ডের প্রধান থাকবে।”

পাকিস্তানের নিয়মানুযায়ী প্রধানমন্ত্রী সরাসরি ক্রিকেট বোর্ডের প্রধানকে নিয়োগ করতে পারেন। নতুন যিনি প্রধানমন্ত্রী হবেন, তিনি চাইলে তবেই রামিজ পদে থাকতে পারেন। তবে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া পর্যন্ত রামিজ আর পদে থাকতে চান কিনা সেটাই এখন বড় প্রশ্ন।

আরও পড়ুন:KKR: দিল্লির কাছে হারের কী ব‍্যাখ‍্যা দিলেন শ্রেয়স?