করোনাকাল কাটিয়ে এক বছর বাদ দিয়ে ফের মাধ্যমিক পরীক্ষা হল এবার। আর সেই পরীক্ষার খাতা দেখতে গিয়ে চক্ষু চড়কগাছ পরীক্ষকদের। বিশেষ করে ইংরাজির (English) উত্তরপত্রে ভাষা চিন্তায় ফেলেছে শিক্ষক মহলকে। কারও উত্তরপত্রে লেখা, “ডিয়ার সুমি, ফাস্ট নো মেনি মেনি শুভেচ্ছা ও ভালবাসা। দেন লকডাউন হোয়েন কাটালে?” কেউ লিখেছে “আই হোপ ইউ? হোপ ইউ আর ফাইন? আই ওয়ান্ট টু শেয়ার উইথ ইউ অ্যাবাউট…“।

উত্তরপত্রে “দয়া একটু পাশ করিয়ে দেবেন“- লেখা প্রায়ই দেখে থাকেন পরীক্ষকরা। সঙ্গে আছে সাদা খাতা জমা দেওয়া বা হিজিবিজি কাটা খাতাও। কিন্তু এবার অভিনব সব উত্তরপত্র পাওয়া যাচ্ছে মাধ্যমিক পরীক্ষার্থীদের। কেউ ‘পুষ্পা’ ছবির ডায়লগ লিখছে তো কেউ আবার লিখছে বিচিত্র ভাষায়। পড়ুয়ারা যে ভাষায় ইংরেজি পরীক্ষার উত্তরপত্র লিখেছে, তাকে শিক্ষক মহল নাম দিয়েছে ‘হোয়াটসঅ্যাপ ল্যাঙ্গুয়েজ’ (Whats App Language)।

করোনাকালে দীর্ঘদিন লেখাপড়ার সঙ্গে সম্পর্ক ছিল না অনেক পড়ুয়ার- তা প্রমাণ হচ্ছে উত্তরপত্র দেখেই। সঙ্গে অতিরিক্তি মোবাইলে আসক্তিই ভাষায় প্রভাব ফেলেছে বলে মত শিক্ষক মহলের।
আরও পড়ুন- হাঁসখালিকাণ্ডে রাজ্যপালকে শুভেন্দুর নালিশ, মুখ্যসচিবের কাছে রিপোর্ট তলব ধনকড়ের




































































































































