Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

0
1

১) জয়ের রথ থামল কলকাতা নাইট রাইডার্সের। রবিবার দিল্লি ক‍্যাপিটালসের কাছে ৪৪ রানে হারল শ্রেয়স আইয়রের দল। চার উইকেট নিয়ে ম‍্যাচের সেরা প্রাক্তন নাইট বোলার কুলদীপ যাদব।

২) আইপিএলের মাঝে দুঃসংবাদ পেলেন রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স ব‍্যাঙ্গালোরের তারকা বোলার হর্ষল প‍্যাটেল। শনিবার মুম্বই ইন্ডিয়ান্সকে হারানো পরই খবর পান প্রয়াত তাঁর বোন অর্চিতা। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আরসিবির শিবির ছেড়ে বাড়ির উদ্দেশে রওনা দেন হর্ষল।

৩) ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের ফুটবলার নির্বাচনের কাজ শেষ হল রবিবার। কোচ কৃষ্ণেন্দু রায়ের তত্ত্বাবধানে ৬ এপ্রিল থেকে শুরু হয়েছিল ট্রায়াল। প্রাথমিকভাবে বেছে নেওয়া হয়েছে ২৭ জন ফুটবলার। এঁদের সঙ্গে ময়দানে পরিচিত সিনিয়র কয়েক জন ফুটবলারকে দলে নেবে ক্লাব।

৪) ১৪ বছরের ছেলের ফোন ভেঙে ক্ষমা চাইলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো । নিজের সোশ্যাল মিডিয়া ক্ষমা চান সিআরসেভেন। অভিযোগ করা হয়েছে পুলিশেও।

৫) রাজস্থান রয়্যালসের কাছে ৩ রানে হারল লখনউ সুপার জায়ান্টস। রাজস্থানের হয়ে চার উইকেট নিয়ে ম‍্যাচের সেরা যুজবেন্দ্র চ‍্যাহেলের।

আরও পড়ুন:Breakfast News:ব্রেকফাস্ট নিউজ