Bengal: আসন্ন সন্তোষ ট্রফির জন‍্য দল ঘোষণা করল বাংলা

0
1

আসন্ন সন্তোষ ট্রফির (Santosh Trophy) জন‍্য দল ঘোষণা করল বাংলা (Bengal)। দলের অধিনায়ক হয়েছেন মনোতোষ চাকলাদার। কোচ রঞ্জন ভট্টাচার্য। আগামী ১৬ এপ্রিল সন্তোষ ট্রফির অভিযান শুরু করতে চলেছে বাংলা। প্রতিপক্ষ পাঞ্জাব। তার আগে সোমবার ২০ জনের দল ঘোষণা করল বাংলা। ৯ জন ফুটবলারকে রিজার্ভ হিসেবে রাখা হয়েছে।

সন্তোষ ট্রফির মূলপর্বে গ্রুপ ‘এ’-তে রয়েছে বাংলা। বাংলার সঙ্গে একই গ্রুপে রয়েছে আয়োজক কেরল, মেঘালয়, পাঞ্জাব এবং রাজস্থান। দু’টি গ্রুপের শীর্ষ স্থানাধিকারী দল উঠবে ফাইনালে। বাংলার পরবর্তী ম্যাচগুলি হল, ১৮ এপ্রিল কেরলের সঙ্গে। তারপর মেঘালয় এবং  শেষে রাজস্থান।

একনজরে বাংলার দলে কারা সুযোগ পেলেন: মনোতোষ চাকলাদার (অধিনায়ক), রাজা বর্মন, প্রিয়ন্ত সিং, শুভঙ্কর অধিকারী, রবি দাস, নবি হুসেন, মহীতোষ রায়, বাবলু ওঁরাও, সুজিত সিং, ফারদিন আলি, শ্রীকুমার কার্জি, জয় বাজ, দিলীপ ওঁরাও, শুভম ভৌমিক, বাসুদেব নন্দী, সুপ্রিয় পণ্ডিত, তন্ময় ঘোষ, শুভেন্দু মান্ডি, সজল দাস এবং তুহিন বাগ।

রিজার্ভ দলে রয়েছেন: দীপক রজক, সংগ্রাম রায়চৌধুরি, রাজীব শাউ, বিকাশ ওঁরাও, প্রীতম সরকার, দীপ সাহা, সুপ্রিয় মোহান্তি, সুব্রত মুর্মু এবং আকাশ মুখোপাধ্যায়।

আরও পড়ুন:ATK Mohunbagan: মঙ্গলবার ব্লু স্টারের বিরুদ্ধে অনিশ্চিত রয় কৃষ্ণা