Accident: দেওঘর-ত্রিকূটে রোপওয়ে দুর্ঘটনা, মৃত ২ মহিলা, আটকে বহু

0
1

বাঙালির নিকটস্থ পর্যটনস্থল দেওঘরে ভয়াবহ দুর্ঘটনা। ত্রিকূট পাহাড়ে আচমকাই যাত্রী নিয়ে ভেঙে পড়ল রোপওয়ে। শেষ পাওয়া খবরে জানা গেছে, মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২ মহিলার, গুরুতর জখম ৮ জন। রোপওয়েতে আটকে রয়েছেন ৪০জন পর্যটক। যুদ্ধকালীন তৎপরতায় হয়েছে উদ্ধারকাজ।

আরও পড়ুন: প্রয়াত অভিনেতা-চিত্রনাট্যকার শিব কুমার সুব্রহ্মণ্যম


রবিবার আচমকাই ঝাড়খণ্ডের দেওঘরে রোপওয়ে দুর্ঘটনাটি ঘটে। ইতিমধ্যে ২ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত হয়েছেন ৮ জন। সূত্রের খবর, ত্রিকূট পাহাড়ে রোপওয়েতে এখনও আটকে রয়েছেন ৪০ জন পর্যটক। তাঁদের মধ্যে অনেকেই পশ্চিমবঙ্গের বাসিন্দা। আটকদের উদ্ধার করতে স্থানীয় প্রশাসনের তরফে সেনা ও আধা সামরিক বাহিনীর সাহায্য চাওয়া হয়েছে।হেলিকপ্টারের সাহায্যে আটকদের নিরাপদ স্থানে নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে। তবে প্রচণ্ড বেগে বাতাস বইছে। সেকারণে হেলিকপ্টারের সাহায্যে উদ্ধারকাজ চালানোর কাজ ব্যহত হচ্ছে।

এদিকে আটকে পড়া যাত্রীদের কাছে জল না থাকায় অসহায় অবস্থায় রয়েছেন তারা। দেওঘরের ডেপুটি কমিশনার মঞ্জুনাথ ভজনত্রি বলেন, “একটি রোপওয়ে ট্রলির পুলি আটকে যাওয়ার জেরেই এই বিপত্তি ঘটেছে। এই ঘটনার জেরে ৪০ জন আটকে পড়েছেন। তাঁদের উদ্ধারে সবরকম চেষ্টা চালাচ্ছে এনডিআরএফ।