গরমের দাপটে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। চৈত্রের দাবদাহে পুড়ছে উত্তরবঙ্গ ছাড়া গোটা রাজ্য। বৃষ্টির অপেক্ষায় প্রহর গুণছে রাজ্যবাসী। যদিও আলিপুর আবহাওয়া দফতর বলছে, এখনই বৃষ্টি নয়। তারজন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন । তবে উত্তরবঙ্গের ছবি অনেকটাই আলাদা। সেখানে বৃষ্টি হবে কয়েকটি জেলায়। শনিবার আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, আগামী তিন দিন দক্ষিণবঙ্গে পরিষ্কার আকাশ থাকবে। তবে বৃষ্টির কোন সম্ভাবনা নেই।
আরও পড়ুন:পাকিস্তানে চূড়ান্ত নাটক মধ্যরাতে! আস্থা ভোটে হার ইমরানের


মৌসম ভবন তরফে জানা গেছে, দেশের বেশ কয়েকটি রাজ্যে তৈরি হতে পারে তীব্র তাপপ্রবাহ। এরমধ্যে রয়েছে পাঞ্জাব, হরিয়ানা ও দিল্লি। এছাড়া রাজস্তানে ইতিমধ্যেই তীব্র তাপপ্রবাহ চলছে। ১০ এপ্রিলও তাপপ্রবাহ থেকে তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে পশ্চিম উত্তরপ্রদেশ, পশ্চিম মধ্যপ্রদেশে।
আজ কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। আজ দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৭ শতাংশ, ন্যূনতম ৫৭ ডিগ্রি।
 
 
 
 
 
 
 
 
 
 































































































































