RCB: মুম্বইকে হারিয়ে দলের প্রশংসায় মাতলেন আরসিবি অধিনায়ক ফ‍্যাফ ডুপ্লেসি

0
1

শনিবার রাতে আইপিএলে (IPL) মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indiance) বিরুদ্ধে ৭ উইকেটে জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। আর এই জয় পেয়ে খুশি আরসিবি অধিনায়ক ফ‍্যাফ ডুপ্লেসি (Faf Du Plessis)। আর এই জয়ের জন‍্য গোটা দলের পাশাপাশি বিশেষ প্রশংসা করলেন ম‍্যাচের সেরা অনুজ রাওয়াত এবং আকাশদীপের।

সাংবাদিক সম্মেলনে আরসিবি অধিনায়ক বলেন,” অনুজ খুব ভাল রান তাড়া করেছে। ও খুবই প্রতিভাবান। প্রতিযোগিতার শুরুতেই ওর কথা বলেছিলাম। অনুজের খেলার উন্নতি নিয়ে আমরা কথাও বলেছি। ওর ভবিষ্যত অত্যন্ত উজ্জ্বল।”

এরপাশাপাশি বাংলার বোলার আকাশদীপের প্রশংসায় ডুপ্লেসি বলেন,” আকাশদীপ দুর্দান্ত বোলিং করল। এমন একটা দিন ছিল, ঘুরিয়ে ফিরিয়ে বোলারদের ব্যবহার করেছি। সকলেই উইকেট নিয়েছে। আর এটা দলের পক্ষে একটি ভালো লক্ষণ।”

আরও পড়ুন:Virat Kohli: নেটে ব‍্যাট করতে গিয়ে আউট, রেগে গেলেন বিরাট