Ranbir-Alia:শেষমেশ আলিয়াকেই বিয়ে,প্রাক্তন প্রেমিকারা কী বলছেন?

0
2

অবশেষে এক হতে চলেছে দুটি মন। বিতর্ক এড়িয়ে এক সাথে এক পথে রণবীর কপূর (Ranbir Kapoor) এবং আলিয়া ভট্ট (Alia Bhatt)। টিনসেল টাউনে এই সেলেব যুগলকে নিয়ে জল্পনা আর ধোঁয়াশার যেন কোনও শেষ নেই। যেন বিয়ে না হওয়া পর্যন্ত শান্তি নেই নেটিজেনদের। অনেকে তো একথাও বলছেন যে রণবীর কাপুরের (Ranbir Kapoor) যা বয়স তাতে আর নতুন করে বান্ধবী তাঁর কপালে জুটবে না, তাই এবার খানিকটা ‘সেফ’ খেলতে চাইছেন তিনি। অন্যদিকে শোনা যাচ্ছে যে সব ‘প্রাক্তন’ বান্ধবীরা (Ex Girlfriends) আজ অন্য কারোর সঙ্গে বেঁধেছেন ঘর, তাঁরাও নাকি চাইছেন এবার রণবীর (Ranbir Kapoor)একটু থামুন!

Dev: বামেদের মিছিলে সাংসদ দেব!

বিয়ে নিয়ে বাড়াবাড়ি রকমের কৌতূহল সব মহলে, আসলে এ যে হাই প্রোফাইল বিয়ে। কেউ বলছেন ‘ রালিয়া’ কেউ বলছেন ‘রণলিয়া’,বিয়ের তোড়জোড় চলছে জোর কদমে। প্রায় ৪০ ছুঁয়েছেন রণবীর সেখানে আলিয়া প্রায় বছর ১২ এর ছোট তাঁর থেকে। এর আগে যাঁদের সাথে প্রেম ছিল বলে জানা গেছিল প্রত্যেকেই এখন অন্যের ঘরনী। তাই কি খানিক বাধ্য হয়েই বিয়ের পিঁড়িতে ঋষি-নীতু তনয় ? শোনা যাচ্ছে বলিপাড়ার বিবাহবাসরে উপস্থিত থাকবেন পাত্রের সব প্রাক্তনরাই। প্রথমে শোনা গিয়েছিল চেম্বুরের পৈতৃক ‘আরকে বাংলো’য় (RK Bungalow) বিয়ের অনুষ্ঠান হবে। পরে জানা গেল,বান্দ্রার ‘বাস্তু’তে বিয়ের আসর পাকা হয়েছে।বিয়েতে আমন্ত্রিত অতিথির সংখ্যা প্রায় ৪৫০। তালিকায় রয়েছেন ‘রণলিয়া’র ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং সহকর্মীরা। এ বার জানা গিয়েছে, রিসেপশনের অতিথি তালিকায় রণবীরের প্রাক্তন প্রেমিকা দীপিকা(Dipika Padukone) এবং ক্যাটরিনা (Katrina Kaif) রয়েছেন। এনাদের দুজনের সাথেই বিবাদ তৈরি হয়েছিল বলে জানা গেছিল। কিন্তু এখন জোর গুঞ্জন দীপিকা এবং ক্যাটরিনার সঙ্গে সব ঝামেলা নাকি মিটে গিয়েছে রণবীরের।এমনকি ফারহান আখতারের পরবর্তী ছবি ‘জি লে জারা’-তে ক্যাটরিনা, আলিয়া একসঙ্গে কাজও করছেন। ভিকি কৌশলের সঙ্গে ক্যাটরিনার বিয়ের সময়ে আলিয়া নিমন্ত্রিত ছিলেন, নিমন্ত্রণ রক্ষা করে ‘গঙ্গুবাই’ শুভেচ্ছা জানিয়ে ছিলেন নবদম্পতিকে। অন্যদিকে রণবীর কপূর এবং রণবীর সিংহের(Ranveer Singh) মধ্যেও বেশ ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তাই এনাদের দেখা মিলতে পারে হাই প্রোফাইল রিসেপশনে । প্রত্যেকেই শুভেচ্ছা জানিয়েছেন রণবীর-আলিয়াকে(Ranbir-Alia)!

পুরনো হবেনা প্রেম তাই একসঙ্গে ন’জন মহিলাকে বিয়ে  করলেন ব্রাজিলিও মডেল