পুলিশের লাঠি কেড়ে পুলিশকেই বেধড়ক মার

0
1

পুলিশের লাঠি কেড়ে নিয়ে সেই পুলিশকেই বেধড়ক মার। এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইনদোরের বেঙ্কটেশ নগরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে দীনেশ প্রজাপতি নামে এক যুবক বেপরোয়া ভাবে বাইক চালিয়ে  যাচ্ছিলেন। ঠিক  সেই সময় রাস্তার উল্টো দিক থেকে আসছিলেন কনস্টেবল জয়প্রকাশ জায়সওয়াল। অভিযোগ, বাইক নিয়ে এসে কনস্টেবল জয়প্রকাশকে সজোরে ধাক্কা মারেন দীনেশ। বেপরোয়াভাবে বাইক চালানোর জন্য  দীনেশকে ধমক দেন। এর পরই কনস্টেবল জয়প্রকাশের হাত থেকে লাঠি কেড়ে নিয়ে  তাকে মাটিতে ফেলে বেধড়ক মারতে থাকে দীনেশ।  নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করতে থাকেন কনস্টেবল। পথচলতি মানুষজন এই দৃশ্য দেখে হতচকিত হয়ে যান। তাঁদের মধ্যেই কেউ গোটা ঘটনার ভিডিও তুলে রাখেন। পরে সেই ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নড়েচড়ে বসে প্রশাসন। ভিডিও ফুটেজ দেখে অভিযুক্ত দীনেশকে গ্রেফতার করে ইন্দোর পুলিশ।