আগামিকালই বৈঠকে মোদি-বাইডেন, আলোচনা হবে ইউক্রেনে রুশ হামলা নিয়ে?

0
1

পাকিস্তানে ইমরান সরকারের পতন, শ্রীলঙ্কায় আর্থিক সঙ্কট, ইউক্রেনে রাশিয়ার হামলা; এই পরিস্থিতিতে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) বৈঠকে বসতে চলেছেন। তবে বৈঠক হবে ভার্চুয়ালি।

ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্বিপাক্ষিক বিষয়ে সহযোগিতা নিয়ে আলোচনা হবে মোদি- বাইডেনের। এ ছাড়া, ইন্দো-প্রশান্ত মহাসাগীয় অঞ্চল, দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি-সহ সমগ্র বিশ্বের একাধিক বিষয় নিয়েও আলোচনা করবেন দুই রাষ্ট্রনেতা (Narendra Modi- Joe Biden)।

আরও পড়ুন-কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতিকে সামনে পেয়ে তেলের দাম নিয়ে সরব কংগ্রেস নেতা, ভাইরাল ভিডিও

মোদি-বাইডেন ছাড়াও ভারত ও আমেরিকার মধ্যে মন্ত্রী পর্যায়ের বৈঠকও হবে বলে জানা গিয়েছে। তবে, সেই বৈঠক ভার্চুয়ালি হবে না। সামনা- সামনি হবে। ভারতের হয়ে সেখানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং বিদেশ মন্ত্রী এস জয়শংকর। আমেরিকার হয়ে প্রতিনিধিত্ব করবেন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন এবং বিদেশ সচিব অ্য়ান্টনি ব্লিনকেন। মন্ত্রীরা ওয়াশিংটনে সোমবার এবং মঙ্গলবার বৈঠকে বসবেন।