24 ঘণ্টার মধ্যেই গ্রেফতার মগরাহাট জোড়া খুনে মূল অভিযুক্ত জানে আলম

0
1

পুলিশের জালে মগরাহাট (Mograhat) জোড়া খুনের মূল অভিযুক্ত জানে আলম মোল্লা (Jane Alam Molla)। ঘটনার 24 ঘণ্টার মধ্যেই টালিগঞ্জ থেকে মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ (Police)। রবিবার দুপুরে গাড়ি করে পালানোর সময় টালিগঞ্জ (Tollyganj) থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

শনিবার, মাগুরপুকুর পোলে জানে আলম অ্যান্ড কোম্পানির একটি সংস্থার ঘর থেকে থেকে সিভিক ভলেন্টিয়ার বরুণ চক্রবর্তী এবং তাঁর বন্ধু মলয় মাকালের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। অভিযোগ, বরুণ এবং মলয়কে বকেয়া টাকা ফেরত দিয়ে ডেকেছিলেন জানে আলম। প্রথমে দুজনকে গুলি করে মারা হয় পরে মৃত্যু সুনিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। ঘটনার পর থেকে থেকে পলাতক ছিলেন জানে আলম। রবিবার দুপুরে গাড়ি করে পালানোর সময় টালিগঞ্জ থেকে কলকাতা পুলিশের সহযোগিতায় ডায়মন্ড হারবার পুলিশের বিশেষ দল জানে আলমকে গ্রেফতার করে।