KKR: দিল্লির কাছে ৪৪ রানে হার নাইটদের

0
2

জয়ের রথ থামল কলকাতা নাইট রাইডার্সের (KKR)। রবিবার দিল্লি ক‍্যাপিটালসের (Delhi Capitals) কাছে ৪৪ রানে হারল শ্রেয়স আইয়রের (Shreyas Iyer) দল। চার উইকেট নিয়ে ম‍্যাচের সেরা কুলদীপ যাদব (Kuldeep Yadav)।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন নাইট অধিনায়ক শ্রেয়স আইয়র। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২১৫ রান করে দিল্লি। দিল্লির হয়ে দুরন্ত ব‍্যাটি ডেভিড ওয়ার্নার এবং পৃথ্বী শহের। ৬১ রান করেন ওয়ার্নার। ৫১ রান করেন পৃথ্বী। ২৭ রান করেন অধিনায়ক ঋষভ পন্থ। নাইটদের হয়ে দুই উইকেট নেন সুনীল নারিন। একটি করে উইকেট নেন উমেশ যাদব, বরুণ চক্রবর্তী এবং আন্দ্রে রাসেল।

জবাবে ব‍্যাট করতে নেমে ১৭১ রানে শেষ হয়ে যায় কেকেআরের ইনিংস। কেকেআরের হয়ে একা লড়াই চালান অধিনায়ক শ্রেয়স আইয়র। ৩০ রান করেন নীতিশ রানা। দিল্লির হয়ে চার উইকেট নেন প্রাক্তন কেকেআর বোলার কুলদীপ যাদব। তিন উইকেট নেন খলিল আহমেদ। দুই উইকেট নেন শার্দুল ঠাকুর। এক উইকেট নেন ললিত যাদব।

আরও পড়ুন:David Warner: বাংলা বললেন ওয়ার্নার, নিমিষেই ভাইরাল ভিডিও