১৪ বছরের ছেলের ফোন ভেঙে ক্ষমা চাইলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) । নিজের সোশ্যাল মিডিয়া ক্ষমা চান সিআরসেভেন। অভিযোগ করা হয়েছে পুলিশেও।
ঘটনার সূত্রপাত শনিবার। খেলা ছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বনাম ইভার্টনের। সেই ম্যাচে ইভার্টনের কাছে হারের মুখ দেখে ম্যানইউ। সেই ম্যাচেই খেলা দেখতে এসেছিলেন জ্যাক। ম্যাচের পর রোনাল্ডোকে দেখতে পেয়ে ছবি তুলতে মোবাইল বাড়িয়েছিলে জ্যাক, কিন্তু হেরে গিয়ে মাথা গরম ছিল রোনাল্ডোর। রাগে ফোনটা টেনে নিয়ে মাটিতে আছড়ে ফেলেন তিনি।
এই নিয়ে ক্ষমা চেয়ে রোনাল্ডো সোশ্যাল মিডিয়ায় লেখেন, “রাগের মাথায় কাজটা করে ফেলেছি। তার জন্য ক্ষমা চাইছি। যদি সম্ভব হয়, আমি সেই সমর্থককে ওল্ড ট্র্যাফোর্ডে খেলা দেখার জন্য আমন্ত্রণ জানাতে চাইব।”
এদিকে রোনাল্ডো ক্ষমা চাইলেও পর্তুগিজ তারকার এহেন আচরণে খুশি নন ১৪ বছরের সেই সমর্থকের মা সারাহ ক্যেলি।
https://twitter.com/footygazzetta/status/1512893910493900802?t=7oFzCo5nCXgvYjv30UD4Wg&s=19
আরও পড়ুন:Harshal Patel: আইপিএলের মাঝে দুঃসংবাদ, প্রয়াত বোন, বাড়ি ফিরলেন হর্ষল