করোনা (Corona) নিয়ে চিন্তা কমছে দেশের। কিন্ত নতুন ভ্যারিয়েন্ট এক্সই’র (XE)সন্ধান মেলায় ফের সতর্ক কেন্দ্র। করোনাকে(Corona) কোনও ভাবেই হালকা ভাবে নেওয়া যাবে না। এবার সংক্রমণে লাগাম টানতে শুরু হচ্ছে ১৮ ঊর্ধ্বদের বুস্টার ডোজের(Booster Dose) অভিযান। বেসরকারি টিকাকরণ কেন্দ্র থেকে নেওয়া যাবে ভ্যাকসিন(vaccine)।

আজ রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare)তরফ থেকে যে তথ্য ও পরিসংখ্যান দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Corona)আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৪ জন। তবে এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যাটা অনেকটাই কমেছে। গোটা দেশে অ্য়াকটিভ কেসের হার মাত্র ০.০৩ শতাংশ। সুস্থতার হারও বেশ স্বস্তিজনক। এখনও পর্যন্ত দেশে মোট ৪ কোটি ২৫ লক্ষ ২ হাজার ৪৫৪ জন করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন।

করোনা ভাইরাস এখনও মানুষের প্রাণ কেড়ে চলেছে। রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ২৯ জন, যা গতকালের তুলনায় অনেকটাই কম। ভারতে করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ৫ লক্ষ ২১ হাজার ৬৮৫। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে প্রায় ১৮৫ কোটি ৭০ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। অন্যদিকে বেসরকারি টিকাকরণ কেন্দ্রগুলিতে বুস্টার ডোজ দেওয়ার প্রক্রিয়া চালু হচ্ছে। দ্বিতীয় ডোজের নির্দিষ্ট সময় পর এই ডোজ নিতে হবে।

করোনা নিয়ে সাধারনের মধ্যে সচেতনতা অনেকটাই কমেছে তাই বিশেষজ্ঞদের মতে টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া উচিত টেস্টিংয়ে। সংক্রমণ যাতে মাথাচাড়া না দিতে পারে তার জন্য তৎপর কেন্দ্র।








































































































































