আমি সিঁদুর পরতে ভালবাসি। শাঁখা পলাও পরতে পছন্দ করি। কিন্তু কোনোদিন পরতে পারব না। কারণ তাহলেই আমায় কুৎসিত মন্তব্য শুনতে হবে। বললেন বাংলাদেশি অভিনেত্রী আজমেরি হক বাঁধন (Azmeri Haque Badhon)। টিপ বিতর্কে এবার মুখ খুললেন এই বাংলাদেশি অভিনেত্রী। বাঁধন বললেন, শুধু টিপ, শাঁখা-পলা নয় আমি কিন্তু পুজোয় যাই। আমার পুজোর প্রসাদের নাড়ু, নিরামিষ খাবার, লুচি খেতে ভীষণ ভালো লাগে। কিন্তু তা করতে গেলেই কুৎসিত কথা শুনতে হয়। সোস্যাল মিডিয়ায় ট্রোল হতে হবে। বাঁধন বললেন, ‘ আমার মনে হয়, আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি, ব্যবসা করি, ধর্মকে বিক্রিও করি। যেটা ভীষণ ভয়ঙ্কর। মানুষের অধিকার নিয়েও এটা হয়। এই অবক্ষয় ক্রমাগত দেখছি।’ বাঁধন আরো বললেন, ‘আমার ফেসবুক, ইনস্টাগ্রামে বারবার শুনতে হয়, হিন্দু হয়ে গেছিস নাকি? স্লিভলেস কেন পরছিস’? লোকে আমার বাড়ির লোককে জিজ্ঞাসা করে, ‘তোর মেয়ের কী হবে’ আরও কুৎসিত কুৎসিত কথা শুনতে হয় যা আমি উচ্চারণও করতে পারব না। এটা আমাকে প্রতিনিয়ত ফেস করতে হয়। এটা অবশ্যই আমাদের সামাজিক মূল্যবোধের অবক্ষয়।’






























































































































