David Warner: বাংলা বললেন ওয়ার্নার, নিমিষেই ভাইরাল ভিডিও

0
8

ভারতের সঙ্গে ডেভিড ওয়ার্নারে (David Warner)  ভালোবাসার কথা অজানা নয় কারও। ভারতীয় চলচ্চিত্রের সংলাপ হোক বা সোশ‍্যাল মিডিয়ায় রিল, সব সময় সব কিছুইতে ভারতীয়দের মন কেড়েছেন ওয়ার্নার। কখনও পুষ্পা ছবির জনপ্রিয় সংলাপ হোক বা কোনও ভারতীয় সিনেমার গানে নাচ, প্রশংসা কুড়িয়েছেন তিনি। আবারও ভারতীয়দের মন জয় করলেন ওয়ার্নার। তবে এবার কোন সিনেমার সংলাপ নয় একেবারে বাংলা ভাষা বলে মন জয় করলেন অস্ট্রেলিয়ার এই তারকা ব‍্যাটার।

রবিবার দুপুরে ব্রেবোর্ন স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সে বিরুদ্ধে খেলতে নেমেছে দিল্লি ক‍্যাপিটালস। সেই ম‍্যাচে আসার আগে বাংলায় কথা বলেন ওয়ার্নার। এদিন দিল্লির তরফে একটি ভিডিও পোস্ট করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, ওয়ার্নার বলেন,  “হ্যালো বাডি, হাউ আর ইউ? কেমন আছো? আমি তোমাকে ভালবাসি।”

রবিবার এই ম্যাচে ব‍্যাট হাতে ঝড় তুলেছেন ওয়ার্নার। ওপেন করতে নেমে ৪৫ বলে ঝকঝকে ৬১ রানের ইনিংস খেলেন তিনি।

আরও পড়ুন:Ronaldo: ১৪ বছরের সমর্থকের ফোন ভেঙে ক্ষমা চাইলেন সিআরসেভেন