WBCS আধিকারিকদের জন্য এবার আবাসন নিউটাউনে, নাম রেখেছেন মুখ্যমন্ত্রী

0
3

ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস (WBCS) পদাধিকারীদের জন্য আলাদা আবাসন তৈরি করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার (Mamata Banerjee Government)। ডব্লিউবিসিএস আধিকারিকদের জন্য আবাসন তৈরি হচ্ছে নিউটাউনে। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই আবাসনের নামকরণ করেছেন ঐতিকা (Oitika)।

নিউটাউনের (New Town) ইকো পার্কের কাছে জমি কেনা হয়েছে বলে খবর। প্রায় ৫.‌৪১ একর জমির ওপর তৈরি হচ্ছে এই আবাসন। জানা গিয়েছে, জমি কিনতে ১৬ কোটি ১৭ লাখ ৫৯ হাজার টাকা খরচ পড়েছে রাজ্য সরকারের (West Bengal Government)।

আরও পড়ুন: চ‍্যাহালের পাশে দাঁড়িয়ে সেই ‘মদ্যপ’ অভিযুক্ত ক্রিকেটারকে একহাত নিলেন শাস্ত্রী

জানা গিয়েছে, ঐতিকা আবাসনে মোট ৩৫২টি ফ্ল্যাট তৈরি হবে। ১২০০- ১০০০ বর্গফুটের ‘3BHK’‌ ফ্ল্যাট তৈরি হবে। ৭০০ বর্গফুটের ফ্ল্যাট তৈরি হবে ‘‌2BHK’‌। আবাসন দফতরকেই নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছে। জানা গিয়েছে, ইতিমধ্যে ৩৪৯ জন ডব্লুবিসিএস আধিকারিক ফ্ল্যাট নেওয়ার জন্য আবেদন করেছেন। যে সমস্ত ডব্লুবিসিএস (WBCS) আধিকারিকরা সর্বভারতীয় সার্ভিসে চলে গিয়েছেন রাজ্যের তৃণমূল কংগ্রেসের সরকার তাঁদের জন্যও এই সব সুবিধা দিচ্ছে।