অশান্তি থামতে গিয়ে মগরাহাটে নৃশংসভাবে খুন সিভিক ভলান্টিয়ার-সহ ২, প্রতিবাদে বিক্ষোভ-অশান্তি

0
1

মগরাহাটে (Magrahat) সিভিক ভলান্টিয়ার-সহ দুজনকে গুলি করে ও গলা কেটে খুন করল দুষ্কৃতীরা। এর প্রতিবাদে শনিবার সকালে উত্তেজনা ছড়াল মগরাহাটের মাগুরপুকুর এলাকায়। বেশ কয়েকটি দোকান, গাড়িতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। মগরাহাট থানার পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্ত পলাতক ব্যবসায়ীর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ (Police)।

মাগুরপুকুর এলাকায় গরুর হাট বসে। অভিযোগ, শনিবার, সকাল সাড়ে এগারোটা নাগাদ গরু বিক্রির লেনদেন নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে অশান্তি বাধে। ঘটনাস্থলে যান সিভিক ভলান্টিয়াসরা। সেই সময় সিভিক ভলান্টিয়ার বরুণ চক্রবর্তী (Barun Chakraborty) এবং তার বন্ধু মলয় মাখাল (Maloy Makhal) পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে পরে ধারালো অস্ত্র দিয়ে গলার নলি কেটে খুন করে খুন করে দুষ্কৃতীরা।

আরও পড়ুন:ওমিক্রন দশা: বঙ্গ সিপিএমকে করোনা ভ্যারিয়েন্টের সঙ্গে তুলনা পার্টি কংগ্রেসে

ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্তলে পৌঁছলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এরপরেই ঘটনার প্রতিবাদে ও দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে হাট ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে উত্তেজিত জনতা। অভিযোগ, একটি দোকান ও গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

ডায়মন্ড হারবারের এসডিপিও মিতুনকুমার দে-র নেতৃত্বে পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের আনে। নামানো হয় ব়্যাফ। প্রকাশ্যে নৃশংস খুনের ঘটনায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়েছে।