সেঞ্চুরি কবেই পেরিয়ে গিয়েছেন হাওড়ার (Howrah) উদয়নারায়ণপুরের বাসিন্দা তারাপদ হাজরার। ১০৭ বছরে পা রেখেছেন তিনি। তাঁরই অন্নপ্রাশনের (Rice Ceremony) আয়োজন করলেন পরিবার কারণ আবার নতুন দাঁত গজিয়েছে তারাপদ বাবুর।
সময়ের স্বাভাবিক নিয়মেই বয়সকালে সব দাঁত পড়ে ফোকলা হয়ে গিয়েছিলেন বৃদ্ধ তারাপদ হাজরা। কে জানতো আবার দাঁত গজাবে সেই ফোকলা মুখে। একটা নয় দুটো নয়, তিন তিনটে দাঁত বেরিয়েছে তাঁর। নতুন দাঁত মানেই নবজন্ম ধরে নিয়ে তাঁর গোটা পরিবার মেতে উঠলো তারাপদ বাবুর অন্নপ্রাশন (Rice Ceremony) অনুষ্ঠানে। চেয়ারে বসিয়ে ভাত, ডাল, ভাজা,মাছ- মাংস, পায়েস সাজিয়ে দেওয়া হল তাঁর সামনে। পরনে নতুন ধুতি , পাঞ্জাবি এবং মাথায় টুপি পরে ১০৭ বছরের বৃদ্ধ শিশু বসলেন খেতে। তবে এমন এলাহি আয়োজন শুধু তাঁর জন্য নয় এই অভিনব অনুষ্ঠানে কব্জি ডুবিয়ে খেলেন তারাপদ বাবুর ছেলেমেয়ে , নাতি- নাতনি থেকে প্রতিবেশী সবাই।
আরও পড়ুন-মনের মানুষকে প্রকাশ্যে আনলেন ঋতাভরী, চলতি বছরেই বাগদান পর্ব
তারাপদ বাবুর বাড়ি উদয়নারায়নপুরের সোনাতলা করাতিপাড়ায়। তাঁর এক ছেলে। সেই ছেলেরও বর্তমানে এক মেয়ে এবং তিন ছেলে। স্ত্রী মারা গিয়েছেন কয়েকবছর আগে। ১০৭ বছরে এখনও পর্যন্ত কোনও শারীরিক সমস্যা নেই তাঁর বলেই জানালেন পরিবার।
তারাপদবাবুর অন্নপ্রাশন অনুষ্ঠান উপলক্ষ্যে বিরাট প্যান্ডেল করা হয়। সেখানে আমন্ত্রিত হয়েছেন প্রায় চারশোজন। মেনুতে ছিল ভাত, আলুভাজা, মুগেরডাল, সুক্তো, দু তিন রকম মাছ,মুরগির মাংস, দই এবং মিষ্টি। যদিও দন্ত বিশেষজ্ঞের মতে ১০৭ বছরে দাঁত বেরনো কোনও নতুন ঘটনা নয় এই বয়সে মাড়ি শুকিয়ে যায় এবং দাঁত পড়ে গেলেও অঙ্কুর থেকে যায় ফলে আবার দাঁত বেরতে পারে।



































































































































