অনেকের অনেক কাজ শেষ করে উঠতে পারলাম না: রূপা 

0
1

ছোটপর্দা থেকে বড় পর্দা সবেতেই ছিল তার স্বচ্ছন্দ বিচরণ । বাংলা ধারাবাহিক থেকে সর্বভারতীয় হিন্দি ধারাবাহিক । মহাভারতের ‘ ‘দ্রৌপদী’ রূপা গঙ্গোপাধ্যায়কে অভিনেত্রী হিসেবে এক ডাকে সকলেই চিনতেন এবং চেনেন। রাজনীতিতেও তিনি লড়াকু নেত্রী বলেই পরিচিত ছিলেন । কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায় তাঁর সাম্প্রতিক একটি পোস্টকে ঘিরে । সেখানে অভিনেত্রী- রাজনীতিক রূপা গঙ্গোপাধ্যায় লিখেছেন ‘অনেকের অনেক কাজ শেষ করে উঠতে পারলাম না! একা একা লড়ে গেছি। চেষ্টায় ফাঁকি রাখিনি। জীবনকে নতুন করে চেনালো রাজনীতি।”

হঠাৎ কেন এমন একটি পোস্ট করলেন রুপা! দুঃখ ? বেদনা? অনেক কিছু করতে চেয়েও করতে না পারার যন্ত্রণা? এগোতে চেয়েও পিছিয়ে যেতে বাধ্য হওয়ার কষ্ট? স্পষ্ট কথা খোলাখুলি বলতে চেয়েও না পারার গ্লানি? কোন যন্ত্রণায় বিদ্ধ হচ্ছেন এই পোড়-খাওয়া অভিনেত্রী রাজনৈতিক? সম্প্রতি রাজ্যসভায় সম্প্রতিক কয়েকটি সমস্যার কথা দেশবাসীর কাছে তুলে ধরতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন রূপা গঙ্গোপাধ্যায় । তা নিয়ে প্রশংসা এবং সমালোচনা দুই অভিজ্ঞতাই হয়েছে এই লড়াকু নেত্রীর। কিন্তু হঠাৎ তিনি কেন এমন একটি পোস্ট করলেন তা কিন্তু রহস্যই রয়ে গেল। তবে কী তিনি কঠিন কোনো সিদ্ধান্ত নিতে চলেছেন? নিজেকে নিয়ে এবার কী অন্য কোনও ভাবনা চিন্তা রয়েছে ? জানা যাবে না কিছুই যতক্ষণ না তিনি নিজে কিছু বলছেন । এই পোস্টকে ঘিরে আপাতত গুঞ্জন চরমে।