এনসিপি(NCP) প্রধান তথা ‘মারাঠা স্ট্রংম্যান’ নামে পরিচিত শরদ পাওয়ারের(Sharad Pawar) বাড়িতে শুক্রবার হামলা চালায় একদল দুষ্কৃতী। পাওয়ারের বাড়ি লক্ষ্য করে ছোড়া হয় ইট-পাথর। শুধু তাই নয়, পাওয়ার কন্যা সাংসদ সুপ্রিয়া সুলেকে ঘিরে ধরে তাঁর সঙ্গেও দুর্ব্যবহার করেন হামলাকারিরা। এই ঘটনার প্রতিবাদেই গর্জে উঠলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।
শরদ পাওয়ারের বাড়িতে এহেন হামলার ঘটনার তীব্র নিন্দা করে শনিবার টুইট করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি লেখেন, “আমি এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। ভারতের একজন প্রবীণ জনপ্রতিনিধির বাড়িতে হামলা হয়েছে। আমি স্বাগত জানাচ্ছি মহারাষ্ট্রের প্রশাসনের বিবৃতিকে। যেখানে কড়া পদক্ষেপ করতে বলা হয়েছে হামলাকারীদের বিরুদ্ধে।”
I condemn the attack on the residence of one of India’s senior most public figures, Sharad Pawar @PawarSpeaks and welcome the statement of @CMOMaharashtra for stern action against the offenders.
— Mamata Banerjee (@MamataOfficial) April 9, 2022
পুলিশ সুত্রে জানা গিয়েছে, শুক্রবার মহারাষ্ট্র স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের প্রায় ১০০ কর্মী দক্ষিণ মুম্বইতে শরদ পাওয়ারের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছিলেন। এই প্রতিবাদ বিক্ষোভ চলাকালীন বিক্ষোভকারীদের একটি অংশ হামলা চালায় পাওয়ারের বাড়িতে। তাঁর বাড়ি লক্ষ্য করে ছোড়া হয় ইট-পাথর। দুর্ব্যবহার করা হয় তাঁর কন্যা সুপ্রিয়া সুলের সঙ্গেও। বিষয়টি প্রকাশ্যে আসার পর ইতিমধ্যেই তৎপর হয়েছে মহারাষ্ট্র সরকার। মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ পাতিল জানান, “আমি ইতিমধ্যেই পুলিশ কমিশনারকে কড়া পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছি। যারা এই ঘটনায় যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছি।”