মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইকে ৩১ বছরের কারাগারের সাজা শুনিয়েছে পাকিস্তানের আদালত। ঠিক তারপরই হাফিজের ছেলে তলহা সইদকে ‘জঙ্গি’ ঘোষণা করল ভারত। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৯৬৭ সালের বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (UAPA) অনুযায়ী জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার নেতা হাফিজ মহম্মদ সইদের ছেলেকে ‘চিহ্নিত জঙ্গি’ বা ‘স্বতন্ত্র সন্ত্রাসবাদী’ তালিকাভুক্ত করা হল।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে আরও উল্লেখ করা হয়েছে, ভারত, ইজরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশের বিরুদ্ধে কার্যত জেহাদ ঘোষণা করেছিল তালহা সইদ। পাকিস্তানের লস্কর-ই-তইবার ঘাঁটিগুলিতে প্রায়শই দেখা গিয়েছে লাহোরের বাসিন্দা বছর ৪৬-এর তলহা সইদকে। জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার ক্লারিক্যাল উইংয়ের মাথা বলেই উল্লেখ করা হয়েছে। সেও ২৬/১১-র ঘটনায় যুক্ত ছিল বলে অভিযোগ।
লস্করের সামাজিক সংগঠন জামাত–উদ–দাওয়ার নেতা এই তালহা। জামাত নিষিদ্ধ হওয়ার পরে মিল্লি মুসলিম লিগ সংগঠনের নামে কাজ করে তালহা এবং তার অনুগামীরা।
এছাড়াও একাধিক ভারত-বিরোধী কার্যকলাপে অংশ নিত। পাশাপাশি, কখন, কোথায়, কীভাবে হামলা চালানো হবে, সেই রূপরেখাও তৈরি করত তালহা। তার বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য অর্থ সংগ্রহের অভিযোগও রয়েছে। তালহার বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা রুজু করা হয়েছে। মুম্বই হামলা সহ একাধিক জঙ্গি হামলায় তার জন্য মৃত্যু হয়েছে শতাধিক ভারতীয়র।

উল্লেখ্য, এর আগে দাউদ ইব্রাহিম, মাসুদ আজহার এবং হাফিজ সইদের মতো বহু সন্ত্রাসবাদীকে এই তকমা দিয়েছে ভারত। তালিকায় নয়া সংযোজন হাফিজ পুত্র। ভারত বিরোধী কার্যকলাপে নিয়মিত অংশ নিত তালহা। আফগানিস্তানের ভারতীয় ঠিকানাগুলিতে হামলা চালানোর জন্য তালহা পাক–আফগান সীমান্তে জঙ্গি প্রশিক্ষণ শিবির গড়ে তুলেছিল বলে অভিযোগ ভারতের।
আরও পড়ুন:মোবাইল চাই , স্কুল পালিয়ে হোটেলে কাজ নিল দুই ছাত্র











































































































































