Shubhman Gill: পাঞ্জাবের বিরুদ্ধে দুরন্ত ইনিংস, কী বলছেন গুজরাতের শুভমন?

0
2

শুক্রবার রাতে পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে দুরন্ত ইনিংস খেলেন গুজরাত টাইটান্সের (Gujrat Titans) তারকা ব‍্যাটার শুভমন গিল (Shubhman Gill)। ৫৯ বলে ৯৬ রান করেন তিনি। তাঁর এই ইনিংস জয়ের ভিত গড়ে দেয় গুজরাতের। আর দলের এই জয়ে ভূমিকা রাখতে পেরে খুশি শুভমন। বললেন,” স্কোর বোর্ড সচল রাখতে চেয়েছিলাম।

সাংবাদিক সম্মেলনে শুভমন বলেন,” স্কোর বোর্ড সচল রাখতে চেয়েছিলাম। আউট ফিল্ডে যে ফাঁকগুলো ছিল সেই জায়গা গুলো দিয়ে দ্রুত বল পাঠানোর চেষ্টা করেছি। ভাবনা বাস্তবায়িত করাই আসল লক্ষ‍্য ছিল। এটা তেমন একটা দিন, যে দিন আমি ভাল ভাবে বল মারতে পেরেছি এবং ফাঁকগুলো খুঁজে পেয়েছি। জোরে বল মারার চেষ্টা করেছি। আমার পক্ষে যতটা জোরে মারা সম্ভব, ততটাই জোরে বল মারতে চেয়েছিলাম। এই পরিকল্পনা ছিল আমার। দলের জয়ে ভূমিকা নিতে পেরে খুশি আমি।”

আরও পড়ুন:Shikhar Dhawan: গুজরাতের বিরুদ্ধে খেলতে নেমে অনন্য নজির গড়লেন ধাওয়ান