দেশের অস্ত্রভাণ্ডারে নয়া সংযোজন, পিনাক ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ পোখরানে

0
2

দেশের অস্ত্রভাণ্ডারে যুক্ত হতে চলেছে আরও এক মারণাস্ত্র পিনাক। পোখরানের(Pokhran) মাটিতে পিনাক(Pinaka) ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করল দেশের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO)। গত দুই সপ্তাহ ধরে চলছিল এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা।

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, সেনার সঙ্গে যৌথভাবে এই পরীক্ষা চালিয়েছে ডিআরডিও। গত ১৪ দিনে টানা বেশ কয়েকটি পরীক্ষা চালানো হয়েছে। বিভিন্ন দূরত্বে Pinaka Mk-I রকেট নিক্ষেপ করা হয়েছে। প্রতিটি পরীক্ষাতেই সফলভাবে পাশ করে গিয়েছে এই মারণাস্ত্র। কিন্তু কী বিশেষত্ব এই ক্ষেপণাস্ত্রের? জানা গিয়েছে, শত্রু শিবিরে হামলার পাশাপাশি বিভিন্ন গাড়িতে আক্রমণ করে লক্ষ্যভেদে অবর্থ্য হতে পারে এই রকেটগুলি। এর আগেও অবশ্য সেনাবাহিনীর অন্যতম ভরসার অস্ত্র ছিল এই পিনাক। কিন্তু সময়ের সঙ্গে প্রয়োজন পড়েছিল তাতে বদল আনার। আর তা পরিবর্তন করে আনা হয়েছে নতুন পিনাক-ইআর। আগের পিনাক রকেট ৪৫ কিমি দূরে লক্ষ্যভেদ করতে পারত সফলভাবে, তবে নতুন এই রকেট ৭০ কিমি দূরেও সঠিক লক্ষ্যে নিরভুলভাবে আঘাত হানতে পারে।