Shikhar Dhawan: গুজরাতের বিরুদ্ধে খেলতে নেমে অনন্য নজির গড়লেন ধাওয়ান

0
1

গুজরাত টাইন্সের ( Gujrat Titans) বিরুদ্ধে ম‍্যাচ হারলেও, শুক্রবার রাতে পাঞ্জাব কিংসের (Punjab Kings) হয়ে খেলতে নেমে অনন্য নজির গড়লেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। শুক্রবার ৩০ বলে ৩৫ রানের ইনিংস গড়েন তিনি। তার মধ‍্যে ৪টি চার মারেন গাব্বার। আর এই চার মারতেই নয়া মাইল ফলক স্পর্শ করলেন তিনি। প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে এক হাজারটি চার মারার নজির গড়লেন তিনি। বিশ্ব ক্রিকেটে তাঁর আগে এমন কৃতিত্ব দেখিয়েছেন আরও চার জন ব্যাটার।

৩০৭টি টি-২০ ম্যাচ খেলে নতুন এই মাইল ফলক স্পর্শ করলেন ধাওয়ান। শুক্রবার আইপিএলে গুজরাতের বিরুদ্ধে ম্যাচে এক হাজারতম চারটি মারেন তিনি। গুজরাত ম্যাচের আগে টি-২০ ক্রিকেটে ধাওয়ানের চারের সংখ্যা ছিল ৯৯৭টি। শুক্রবার ৩০ বলে ৩৫ রানের ইনিংসে ৪টি চার মারেন শিখর। আর তার ফলে নয়া রেকর্ড গড়েন গাব্বার।

আরও পড়ুন:IPL: পাঞ্জাবের বিরুদ্ধে ম‍্যাচ জেতানো ইনিংস, পরপর দুই ছক্কা হাকিয়ে কী বলছেন রাহুল?