সংক্রমণ ফের বাড়ছে, দিল্লি-সহ ৫ রাজ্যকে চিঠি কেন্দ্রের

0
1

দেশের বাকি রাজ্যগুলিতে করোনা সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণের মধ্যে। কিন্তু দিল্লি-সহ ৫ রাজ্যে ফের মাথাচাড়া দিচ্ছে করোনা সংক্রমণ । এই অবস্থায় পরিস্থিতি যাতে হাতের বাইরে বেরিয়ে না যায় সে কথা জানিয়ে দিল্লি, হরিয়ানা, কেরল, মহারাষ্ট্র এবং মিজোরামকে চিঠি দিল কেন্দ্র।

কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ বলেছেন , ফের কোভিডের ঝুঁকি থেকে নিরাপদ থাকতে পরিস্থিতির সঠিক মূল্যায়নের প্রয়োজন রয়েছে। যে কোনও রকমের অসাবধানতা আবার সারা দেশকে বিপদের মুখে ঠেলে দিতে পারে। রাজ্যগুলিকে সংক্রমণের বিস্তার এবং তা নিয়ন্ত্রণের ব্যাপারে পর্যবেক্ষণ করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ করার পরামর্শও দেওয়া হয়েছে।