রামপুরহাটকাণ্ডে অভিযুক্তদের ফের ৪ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ

0
1

রামপুরহাটকাণ্ডে (Rampurhat Case) অভিযুক্তদের চার দিনের সিবিআই (CBI) হেফাজতের নির্দেশ। তৃণমূল (TMC) নেতা ভাদু শেখ খুনে অভিযুক্ত রাজা শেখ, সফিকুল শেখ, নুর ইসলাম ওরফে সঞ্জু, ভাসান শেখ এবং সেরা শেখকে আগেই গ্রেফতার করেছিল পুলিশ (Police)। আদালতের নির্দেশে প্রথমে ১৪ দিনের পুলিশ হেফাজত হয় তাঁদের। সেই মেয়াদ শেষ হতেই ধৃতদের শনিবার রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়। সেখানেই ফের ৪দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: WBCS আধিকারিকদের জন্য এবার আবাসন নিউটাউনে, নাম রেখেছেন মুখ্যমন্ত্রী

কলকাতা হাইকোর্টের নির্দেশে ভাদু খুনের তদন্ত করছে সিবিআই। ধৃতদের নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তার প্রেক্ষিতেই চার দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে রামপুরহাট মহকুমা আদালত।

যদিও, সিবিআই তদন্ত (Rampurhat case) নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। তাঁদের অভিযোগ, যাঁদের ঘর পুড়েছে তাঁদের বাড়ির লোকদেরই ধরছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ধৃত ভাসান শেখের দিদি মোফিজা বিবি অভিযোগ, তাঁদের বাড়িতে আগুন লাগানো হয়, আর তাঁর ভাইকেই গ্রেফতার করা হয়েছে।