১২ এপ্রিল যুবভারতীতে শ্রীলঙ্কার ক্লাব ব্লু স্টার (Blue Star Fc) এফসির বিরুদ্ধে খেলতে নামছে এটিকে মোহনবাগান (ATK Mohunbagan)। এই ম্যাচে অনুমতি দেওয়া হয়েছে দর্শক প্রবেশের। আর তার জন্য ইতিমধ্যেই টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে। দীর্ঘ দুই বছর পর সবুজ-মেরুণ ব্রিগেডের খেলা দেখতে পারবেন দর্শকরা।
স্থানীয় আয়োজক কমিটির এক আধিকারিক এই ম্যাচের টিকিট নিয়ে বলেন, “অন্ততপক্ষে ৩৩ হাজার সিট থাকবে যাতে দর্শক আসতে পারবে। এর মধ্যে ১০ হাজার সিট মোহনবাগান সদস্যদের জন্য বরাদ্দ রয়েছে, আর বাকি সিটের টিকিট বিক্রি হয়েছে।”
অর্থাৎ ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। বলা বাহুল্য, অনলাইনে ৩০০ ও ৫০০ টাকা দামে টিকিট বিক্রি হচ্ছে। আর অফলাইনে শুক্রবার দিয়ে ক্লাব তাঁবু থেকে টিকিট পাবেন সমর্থকরা। আর মেম্বারদের টিকিট দেওয়া হবে শনিবার।
আগামী মঙ্গলবার এটিকে মোহনবাগান মুখোমুখি হবে শ্রীলঙ্কার ক্লাব ব্লু স্টার এফসির বিরুদ্ধে। আর এই ম্যাচের আগে বাগান সমর্থকদের এক বিশেষ বার্তা দেন মোহনবাগানের কোচ জুয়ান ফেরান্ডো। তিনি বলেন, “আমি আশা করব মেরিনার্সরা আমাদের ম্যাচ দেখতে গ্যালারি ভরিয়ে দেবেন। সবুজ-মেরুণ সদস্যদের সমর্থন মাঠে আমাদের অনুপ্রাণিত করবে।”
আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস