পুনরুদ্ধার হল শ্রীরামপুর ডেনিস গভারমেন্ট হাউসের

0
1

শ্রীরামপুর ডেনিস গভারমেন্ট হাউস। বহু বছর চেষ্টার পর অবশেষে পুনরুদ্ধার হল এই অতি পুরাতন হেরিটেজ হাউস। ডেনিস সরকারের এবং ডেনিস ন্যাশনাল ইউনিভার্সিটির তরফ থেকে পুনরুদ্ধার করা হল শ্রীরামপুর ডেনিস গভারমেন্ট হাউস। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের তথ্য-সংস্কৃতি দফতরের মন্ত্রী ইন্দ্রনীল সেন, ফ্লেমিং এলান, ফেড্রি এস ভেন, ড: বেন্টে উলফ, শ্রীরামপুরের বিধায়ক ডক্টর সুদীপ্ত রায়, শ্রীরামপুরের চেয়ারম্যান গিরিধারী সাহা। ডেনমার্ক থেকে মানুষ এসে এর শুভ উদ্বোধন করেন।

আরও পড়ুন- Hafiz Saeed: মুম্বই ‌হামলার মূলচক্রী হাফিজের ৩১ বছরের জেল