বিশ্বসেরার তালিকায় আগেই জায়গা করে নিয়েছে কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘ডাইরেক্টরি অফ ওয়ার্ল্ড পয়জন সেন্টারে’ নাম জুড়েছে আরজি কর হাসপাতালের। এবার মহিলাদের আরও ভালো চিকিৎসার স্বার্থে বিশ্ব স্বাস্থ্য দিবসে বড় ভূমিকা গ্রহণ করল আরজি কর। এদিন বিধায়ক সুদীপ্ত রায় ও কলেজের প্রিন্সিপালের ডঃ সন্দীপ ঘোষের উপস্থিতিতে আরজি কর হাসপাতালের গাইনোকলজি বিভাগে একটি ইউএসজি কক্ষ, অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য একটি আউটডোর এবং প্রসবকালীন সময়ের জন্য একটি এমার্জেন্সি রুমের উদ্বোধন করা হয়।
আরও পড়ুন:ভাদু শেখ খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের
চিকিৎসকদের মতে, প্রসবের সময় বিভিন্ন ধরনের ভীতিতে ভোগেন মায়েরা। প্রসবের আগে মানসিকভাবে দুর্বল হয়ে যাওয়া একজন অন্তঃসত্ত্বা মহিলার পক্ষে ক্ষতিকারক বলে জানান তাঁরা। আর সেই কথা বিবেচনা করেই অন্তঃসত্ত্বা মহিলাদের সুচিকিৎসার ব্যবস্থা করতেই এই পদক্ষেপ নিল আরজি কর হাসপাতাল।
এর আগে একাধিক দুরারোগ্য ব্যাধির চিকিৎসাতে প্রশংসা অর্জন করেছে আরজি কর। বহু কঠিন অস্ত্রোপচারেও দক্ষতা দেখিয়েছেন চিকিৎসকরা। বিশ্ব স্বাস্থ্য দিবসেও আরজি কর হাসপাতালের এই মাইলফলক অর্জনের জন্য তৃণমূলের তরফে কলেজ প্রশাসনকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.