ঘুম উড়ল ইমরানের। ব্যর্থ সব কৌশলও। বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব বাতিলের সিদ্ধান্ত অসাংবিধানিক বলে রায় দিল পাক সুপ্রিম কোর্ট। শনিবার দুপুর ১১টায় পাকিস্তানে ফের আস্থা ভোটের মুখে পড়তে হবে ইমরান খানকে। এমনটাই নির্দেশ দিয়েছে পাকিস্তানের শীর্ষ আদালত।
আরও পড়ুন:দুই কেন্দ্রের উপনির্বাচনের জন্য ছুটি ঘোষণা রাজ্যের
গত রবিবার বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবকে খারিজ করে দেন ডেপুটি স্পিকার। পাক প্রেসিডেন্ট আরিফ আলভি তার আগেই সরকার ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। ডেপুটি স্পিকার ইমরান খানের পক্ষে সায় দেওয়ায় বিরোধীরা শীর্ষ আদালতের দ্বারস্থ হয়। বৃহস্পতিবার পাক সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, ডেপুটি স্পিকার অনাস্থা ভোট রুখে দেওয়ার জন্য যে ঘোষণা করেছিলেন তা অসাংবিধানিক।
পাশাপাশি বেঞ্চের নির্দেশ আগামী ৯ এপ্রিল পাক সাংসদের অধিবেশন ডাকতে হবে। সেখানেই ঠিক হবে কবে আনা হবে অনাস্থা প্রস্তাব। প্রেসিডেন্ট আরিফ আলভির সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্তকেও এদিন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। একটানা চার দিন ধরে শুনানির পর বৃহস্পতিবার রাত ৯টায় রায় ঘোষণা করে পাকিস্তানের সর্বোচ্চ আদালত। এদিন শুনানির সময় কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় পাকিস্তানের শীর্ষ আদালত চত্বর। রাজনৈতিক মহলের দাবি এরপর অনাস্থা প্রস্তাব পেশ হলে ইমরানকে গদি ছাড়তেই হবে। স্বভাবতই ব্যর্থ হবে ইমরানের কৌশল।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.