FIFA: ১০০ মিনিট নয়, ৯০ মিনিটই হবে ২০২২ কাতার বিশ্বকাপের সব ম‍্যাচ, জানাল FIFA

0
1

১০০ মিনিট নয়, ৯০ মিনিটই হবে ২০২২ কাতার বিশ্বকাপের (2022 Qatar World Cup) সব ম‍্যাচ। সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ওঠে বিশ্বকাপে সময়ের বদল আনতে পারে ফিফা (FIFA)। গুঞ্জন ওঠে ৯০ মিনিটের জায়গায় ১০০ মিনিট হবে সব ম‍্যাচ। আর শুক্রবার সেই গুঞ্জনে একেবারে জল ঢেলে দেয় বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। এদিন ফিফার তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, ১০০ মিনিট নয়, কাপ যুদ্ধের সব ম্যাচের নির্ধারিত সময় হবে ৯০ মিনিট।

এদিন ফিফা-র তরফ থেকে টুইট করে জানিয়ে দেওয়া হয় যে, “কিছু রিপোর্ট এবং রটনা যা আজ আমাদের চোখে পড়েছে তার পরিপ্রেক্ষিতে ফিফা একটা জিনিস স্পষ্ট করতে চায়, ফুটবল খেলার নিয়মে অর্থাৎ ফুটবল খেলার সময়ের দৈর্ঘ্য কোন পরিবর্তন করা হচ্ছে না। কাতারে ফিফা বিশ্বকাপ ২০২২ সাল কিংবা অন্য কোনও ফিফা অনুমোদিত প্রতিযোগিতার নির্ধারিত সময় ৯০ মিনিটের থাকবে।”

সম্প্রতি গুঞ্জন শোনা যায়, ফিফা সভাপতি (Fifa President) জিয়ান্নি ইনফান্তিনো (Gianni Infantino) নাকি চান আসন্ন বিশ্বকাপের সব ম্যাচ ১০০ মিনিটের হোক। বল মাঠের বাইরে থাকাকালীন যে সময়টা নষ্ট হচ্ছে সেটা পূরণ করতেই নাকি তিনি এমন সিদ্ধান্ত নিতে চেয়েছিলেন। তবে শুক্রবার সেই গুঞ্জনে জল ঢেলে দেয় ফিফা।

আরও পড়ুন:Rishabh Pant: মন্থর বোলিং-এর জন‍্য জরিমানা করা হল পন্থকে